সূরাঃ ‘আত্ তাকাবি-না’……
১.১
হে মুমিন তুমি কি জানোনা এই সমগ্র সৃষ্টির একজনই সৃষ্টিকর্তা আছেন ?
১.২
অতএব, প্রসংশা করো কেবল তারই যিনি তোমাদিগকে করুনা করে চোখ দিয়েছেন যেটা দিয়ে তোমরা এত সুন্দর দুনিয়া দেখতে পারো।
১.৩
আর তোমরা দুনিয়াসক্তদের জানিয়ে দাও ইহকালে কোন রমনীর(*) সৌন্দর্য্যে উনমত্ত্ব না হতে।
১.৪
এবং তাদেরকে নিষেধ করো ঐসব পাপীদের দিকে না তাকাতে।
১.৫
তাদেরকে সাবধান করো তোমাদের পূর্ববর্তীদের শোনানো গল্পে দোযখের শাস্তির বর্ণনা হতে।
১.৬
তোমরা অবশ্যই অবগত আছো যে বেহেশতে তোমাদের জন্য কি (আর কারা ) অপেক্ষা করছে।
১.৭
মহান আল্লা অবশ্যই পরম করুনাময়।
[(*)শর্ত প্রযোজ্যঃ তোমরা কেবল সেইসব রমণীদের দিকেই তাকাতে পার যাদের সমগ্র দেহ “বোরখা” দ্বারা আবৃত থাকে।]
নাজিল হয়েছে ট্রিটন এর উপর। পূর্বে ধর্মকারিতে প্রকাশিত।